• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১, ১১ রবিউস সানি ১৪৪৬

অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মুরাদ, সম্পাদক রাজিব


শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৪, ১২:৩৩ পিএম
অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মুরাদ, সম্পাদক রাজিব

শরীয়তপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটিতে শরীয়তপুর জার্নালের সম্পাদক মুরাদ মুন্সী বিনাপ্রতিদ্বনীতায় সভাপতি নির্বাচিত হন ও ডিবিসি নিউজের শরীয়তপুর প্রতিনিধি রাজিব হোসেন রাজনকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় সংগঠনটির চতুর্থ বার্ষিক সম্মেলনে শরীয়তপুর শহরের চিকন্দী ফুডপার্কে সদস্যদের ভোটে কমিটি নির্বাচন করা হয়। 

এ সময় সাংবাদিকরা জানান, ২০১৪ সালে শরীয়তপুরে এই সংগঠনটির কার্যক্রম শুরু হয়। এখন অনলাইনের যুগ। অনলাইন সংবাদের সময় চলছে। বর্তমান সরকার অনলাইন ‌পোর্টাল‌কে নিবন্ধ‌নের আওতায় এনেছে। সাংবা‌দিক‌দের ঝুঁকি নি‌য়ে কাজ কর‌তে হয়। সাংবা‌দিকরা এক থাক‌লে ঝুঁকিটা ক‌মে যায়।

তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হ‌বে। বস্তুনিষ্ঠ সংবাদ লেখাটাই সাংবা‌দিকতা। সাংবা‌দিক‌দের সাংবা‌দিকতায় প্র‌শিক্ষণ নি‌তে হ‌বে।

কমিটির অন্যান্যরা সহ-সভাপতি চ্যানেল এস‍‍`র শরীয়তপুর প্রতিনিধি খোরশেদ আলম বাবুল, কালবেলার শরীয়তপুর প্রতিনিধি মিরাজ সিকদার, যুগান্তরের প্রতিনিধি মোহাম্মদ নান্নু মৃধা, বাংলা৫২নিউজের শফিকুল ইসলাম সোহেল, অপরাধ বার্তার মুহসিন রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক সমকালের শরীয়তপুর প্রতিনিধি সোহাগ খান সুজন, নিউজ ২৪ টেলিভিশন ও জাগো নিউজের শরীয়তপুর প্রতিনিধি বিধান মজুমদার, ঢাকা পোস্টের শরীয়তপুর প্রতিনিধি সাইফ রুদাদ, সাউথ এশিয়ান টাইমসের শরীয়তপুর প্রতিনিধি খান মুহাম্মদ শিহান, রুপালী বাংলাদেশের শরীয়তপুর প্রতিনিধি মো. আল আমিন।

সাংগঠনিক সম্পাদক ভোটে নির্বাচিত হয়েছেন কালবেলার জাজিরা প্রতিনিধি আব্দুর রহিম। এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন বার্তা বাজারের শরীয়তপুর প্রতিনিধি আশিকুর রহমান হৃদয়, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে সংবাদ প্রকাশের শরীয়তপুর প্রতিনিধি নয়ন দাস।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছে বাংলা টিভির নয়ন দাস, প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়েছে দৈনিক সমাচারের সাইফুল ইসলাম মাদবর,দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যায়যায়দিনের মো. কালাম সরদার, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শরীয়তপুর জার্নালের জাভেদ শেখ, তথ্য ও গবেষণা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন গণমুক্তির স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়া সানজিদ, শিক্ষা ও গ্রন্থাগার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক খবরপত্রের সাগর মিয়া।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন আজকের পত্রিকার শরীয়তপুর প্রতিনিধি বেলাল আহম্মেদ, গ্লোবাল টেলিভিশন ও রাইজিং বিডির সাইফুল ইসলাম আকাশ,আনন্দ টিভির জামাল হোসেন, দীপ্ত টিভির সালাউদ্দিন রূপম, চ্যানেল এস‍‍`র সাইফুল ইসলাম ঢালী, আলোকিত শরীয়তপুরে তানভীর আহমেদ সাগর, দৈনিক সংবাদের পলাশ খান, আজকের দর্পনের শাওন বেপারী।

Link copied!