ঘন কুয়াশার মধ্যে মুন্সীগঞ্জের সিংপাড়া এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক যানবাহনের দুর্ঘটনায় এখন পর্যন্ত একজন নিহত ও ১৫ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।
রোববার (২২ ডিসেম্বর) ভোর ৬টার দিকে একই জায়গায় এই দুর্ঘটনা ঘটে।
তথ্যটি নিশ্চিত করেছেন হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী।
আব্দুল কাদের জিলানী জানান, মাওয়ামুখী লেনে প্রথমে একটি প্রাইভেট গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয় একটি কাভার্ডভ্যান। এরপর একটি বাস প্রাইভেট গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। কাভার্ডভ্যানের পেছনে এসে ধাক্কা দেয় আরেকটি মাইক্রোবাস। মাইক্রোবাসটি চলে যাওয়ার পরে আগের বাসটির পেছনে আরও কয়েকটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়া আজাদ জানান, আহত ১০-১৫ জনের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ক্যামেলিয়া সরকার একজন নিহত হওয়ার কথা জানিয়েছেন। নিহতের নাম ফরহাদ (৪০)।
ফরহাদকে মৃত অবস্থায় আনা হয়েছিল বলেও জানান ক্যামেলিয়া সরকার।