চট্টগ্রামের সন্দ্বীপে জুড়ে লেগেছে উপজেলা নির্বাচনী হাওয়া। ভোটকে সামনে রেখে মাঠে তৎপরতা শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা। উপজেলা চেয়ারম্যান পগে আওয়ামী লীগের অন্তত ১২ জন সম্ভাব্য প্রার্থী মাঠে রয়েছেন। তাদের অনেকেই প্রার্থী হওয়ার কথা ঘোষণা দিয়ে মাঠে-ময়দানে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন। চলতি মাসের শেষে তফসিল আর মার্চ মাসে প্রথম ধাপে নির্বাচন হচ্ছে এমন ঘোষণায় এসব প্রার্থীরা তৎপরতা চালাচ্ছেন।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক তুলে নেওয়ায় চেয়ারম্যান পদে প্রার্থীর সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সন্দ্বীপে আওয়ামী লীগ ছাড়া এখন পর্যন্ত বিএনপি, জাতীয় পার্টি বা জায়ামাত সমর্থিত অন্য কোনো প্রার্থীর নাম শোনা যাচ্ছে না।
উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হতে সম্ভাব্য তালিকায় যাদের নাম শোনা যাচ্ছে, তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তারা হলেন উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনউদ্দীন মিশন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নেসা চৌধুরী জেসি, সন্দ্বীপ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফোরকান উদ্দিন আহম্মেদ, সন্দ্বীপ পৌরসভার সাবেক মেয়র জাফর উল্ল্যাহ টিটু, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি ১৫ নম্বর মাইটভাংগা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, সন্দ্বীপ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মুহাম্মদ ছিদ্দিকুর রহমান সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাহেদ সারোয়ার শামীম, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ১৭ নম্বর মগধরা ইউপি চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সদস্য যুক্তরাষ্ট্রের ব্রকলিন আ.লীগের সভাপতি নুরুল ইসলাম নজরুল, সন্দ্বীপ উপজেলা পরিষদের ৩ বারের সাবেক চেয়ারম্যান বর্ষীয়ান রাজনৈতিবিদ মাস্টার শাহাজাহান বিএ এর ছেলে উপজেলা আওয়ামী লীগের সদস্য নাদিম শাহ আলমগীর, বৃহত্তর ১১ নম্বর মুছাপুর ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান আবুল খায়ের নাদিম।
২০২৩ সালের ২৩ জানুয়ারি সন্দ্বীপ উপজেলা পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান মাস্টার শাহাজাহান বিএ মৃত্যুবরণ করলে চেয়ারম্যান পদটি শূন্য হয়। একই বছরের ৯ এপ্রিল সন্দ্বীপ উপজেলা পরিষদের তফসিল ঘোষণা করে ২৫ মে নির্বাচন হয়। তখন চেয়ারম্যান পদে ১৮ জন আওয়ামী লীগের মনোনয়ন চান, সে সময় ভাইস চেয়ারম্যান মাইনউদ্দীন মিশনকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়।
এদিকে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে আলোচনায় আছেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেন সন্দ্বীপি, বর্তমান ভাইস চেয়ারম্যান ওমর ফারুক, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক ইব্রাহিম জিল্লু, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক প্রণব মজুমদার, সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান সুমন।
এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় আছেন উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক লুৎফর নেছা ও নারী নেত্রী ও উদ্যোক্তা সালেহা রুপসা।