• ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

চলন্ত বাসে ডাকাতি, টাকা-স্বর্ণালংকার-মোবাইল লুট


সাভার প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৫, ০৬:৩৩ পিএম
চলন্ত বাসে ডাকাতি, টাকা-স্বর্ণালংকার-মোবাইল লুট
ঘটনাস্থল। ছবি : সংগৃহীত

সাভারে একই দিনে যাত্রীবাহী ২টি চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় যাত্রীদের জিম্মি করে ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল লুট করে নিয়ে গেছে।

শুক্রবার (১১ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাতুল আলম।

জানা গেছে, শুক্রবার দুপুর ১২ টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন এলাকায় সাভার পরিবহনে যাত্রীবেশে ডাকাতরা অস্ত্রের মুখে যাত্রীদের মূল্যবান মালামাল লুট করে। পরে তার বাস থেকে নেমে যায়। ১৫ মিনিটের ব্যবধানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অদূরে সিএন্ডবির বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় রাজধানী পরিবহনে ডাকাতির ঘটনা ঘটে। যাত্রীবেশে ডাকাতরা ধারাল অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের মালামাল লুটে নেয়।

যাত্রীদের অভিযোগ পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে জড়িতদের কাউকে গ্রেপ্তার করাতে পারেনি পুলিশ। এ ঘটনায় মহাসড়কে যাত্রীদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এসব ঘটনার পর মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে পুলিশকে তল্লাশি করতে দেখা গেছে।

Link copied!