• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচনী শোডাউনে গিয়ে মোটরসাইকেল আরোহী নিহত


মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মে ১৮, ২০২৪, ০৬:৫০ পিএম
নির্বাচনী শোডাউনে গিয়ে মোটরসাইকেল আরোহী নিহত
নিহত স্বপ্নীল বেপারি। ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে স্বপ্নীল বেপারি (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরও এক আরোহী।

শুক্রবার (১৭ মে) রাত ৮টার উপজেলার কুমারভোগ ইউনিয়নের চন্দ্রবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্বপ্নীল বেপারি মেদিনীমন্ডল ইউনিয়নের মাহমুদপট্টি গ্রামের মো. শাহাবুদ্দিনের ছেলে। এ ছাড়া গুরুতর আহত চালক নাঈম কুমারভোগ পদ্মা পুনর্বাসন কেন্দ্রের মনু তালুকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ মে) উপজেলার হলদিয়ায় দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বি এম সোয়েবের জনসভা ছিল। ওই জনসভায় যোগ দিতে মেদিনীমন্ডল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ খানের নেতৃত্বে প্রায় একশ মোটরসাইকেল শোডাউনে অংশ নেয়।

এ সময় জনসভায় যাওয়ার পথে উপজেলার কুমারভোগ ইউনিয়নের চন্দ্রবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন মোটরসাইকেলে থাকা দুজন। এদের মধ্যে আহত স্বপ্নীলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পদ্মা সেতু (উত্তর) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!