• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৫ রজব ১৪৪৬

ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত


নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৪, ০২:১২ পিএম
ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নড়াইল সদর উপজেলায় ট্রাকচাপায় মো. তাজিন হোসেন (২৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নড়াইল-লোহাগড়া সড়কের দত্তপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাজিন নড়াইল পৌরসভার দুর্গাপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তাজিন হোসেন মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে লোহাগড়ার দিকে যাচ্ছিলেন। পথে দত্তপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নড়াইল তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Link copied!