• ঢাকা
  • সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৬ মাঘ ১৪৩০, ২০ রজব ১৪৪৬

কুয়াশায় মোটরসাইকেল-বাসের সংঘর্ষ, ১ জনের মৃত্যু


কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৫, ০১:০৩ পিএম
কুয়াশায় মোটরসাইকেল-বাসের সংঘর্ষ, ১ জনের মৃত্যু
ঘটনাস্থল। ছবি : প্রতিনিধি

কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কের নাগেশ্বরী পৌর এলাকার চড়াইখেলা ব্রিজের পাশে দূরপাল্লার বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের এক চালকের মৃত্যু হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে মনে করছেন স্থানীয়রা।

নিহতের নাম আব্দুস সাত্তার মুহুরী (৪০)। তার বাড়ি ভুরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পাগলাহাট চর এলাকায়। তিনি কুড়িগ্রাম জজকোর্টের মহুরি ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে কুয়াশায় সামান্য দূরের রাস্তাঘাট দেখা যাচ্ছিল না। ঢাকা থেকে ভূরুঙ্গামারী যাচ্ছিল দূরপাল্লার বাস পিংকি-বাচ্চু। এদিকে ভূরুঙ্গামারী থেকে মোটরসাইকেল করে কুড়িগ্রাম জজকোর্ট যাচ্ছিলেন মহুরি আব্দুস সাত্তার। সকাল সাড়ে ৭টার দিকে কুয়াশার ভেতর চড়াইখেলা ব্রিজ এলাকায় দুটি গাড়ির সংঘর্ষ হলে দুই চালক গাড়ি নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়। এতে মোটরসাইকেলটি বাসের নিচে পড়ে যায় এবং চাকায় পৃষ্ট হয়ে মোটরসাইকেলের চালক ছাত্তার মহুরি ঘটনাস্থলে মারা যান।

নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ বাসটিকে জব্দ করেছে। মরদেহ উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।  

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!