• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

দুই সন্তানকে হত্যার পর পাশেই বসেছিলেন মা


মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১০, ২০২৪, ০৯:১২ পিএম
দুই সন্তানকে হত্যার পর পাশেই বসেছিলেন মা

মাদারীপুরে দুই শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে মানসিক ভারসাম্যহীন মায়ের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত মা তাহমিনা তাবাসসুমকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের সবুজবাগ এলাকায় এ ঘটে। নিহতরা হলো- জান্নাতুল (৩) ও মেহেরাজ (২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহরের সবুজবাগ এলাকার হালিম খান ও তাহমিনা আক্তার দম্পত্তির দুই শিশু সন্তান। জান্নাতুল ও মেহেরাজ। স্বামীর সঙ্গে পারিবারিক ঝামেলার পর তাহমিনা আক্তার তার বাবা তারা মিয়ার বাড়িতে চলে আসেন। এরই মধ্যে তাহমিনা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। তার চিকিৎসা চলছিল।

বুধবার দুপুরে তাহমিনার মা ছাদে কাপড় শুকাতে গেলে সে দুই সন্তানসহ তার ঘরের দরজা বন্ধ করে দেন। এরপর জান্নাত ও মেহরাজকে শ্বাসরোধে হত্যা করেন। ঘরের লোকজন দরজা খোলার চেষ্টা করে ব্যর্থ হলে পুলিশকে খবর দেন। পরে মাদারীপুর সদর থানা পুলিশ দরজা ভেঙে দেখেন খাটের দুই সন্তানকে হত্যার পর পাশে বসে আছেন মা তাহমিনা।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, মা তাহমিনা আক্তারকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Link copied!