• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে জামাইয়ের শাবলের আঘাতে শাশুড়ির মৃত্যু


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৪, ০৩:২৭ পিএম
মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে জামাইয়ের শাবলের আঘাতে শাশুড়ির মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মেয়ে জামাইর শাবলের আঘাতে সাকিনা বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের মিরাটুলি বাবুপুর এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনার পর থেকে অভিযুক্ত টুটুল ইসলাম (৩২) পলাতক। সে ওই এলাকার সাদিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, টুটুল মানসিক রোগী। তিনি দীর্ঘদিন পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা গ্রহণ শেষে তিন মাস আগে বাড়ি আসেন। এখনো নিয়মিত মানসিক রোগের ওষুধ খান। বুধবার রাতে মেয়ের জামাই টুটুলের বাড়ি বেড়াতে আসেন মিরাটুলি বাবুপুর গ্রামের মৃত শফিকুল আলমের স্ত্রী সাকিনা। রাতের খাবার খাওয়া শেষে সাকিনা ঘরে ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে টুটুল তার শাশুড়ির ঘরে ঢুকে শাবল দিয়ে আঘাত করে পালিয়ে যান। স্বজনদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসার আগেই সাকিনার মৃত্যু হয়।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, এ ঘটনায় স্বজনদের পক্ষ থেকে মামলা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Link copied!