• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ২ জমাদিউস সানি ১৪৪৬

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৪, ০৩:১৫ পিএম
মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের
প্রতীকী ছবি

ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় মা ও মেয়ে নিহত হয়েছেন। এ সময় সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেলচালক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকিবুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এর আগে বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা পৌরসভার চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন ভাঙ্গা পৌরসভার কুঠিবাড়ির চরকান্দা গ্রামের আকরাম শেখের স্ত্রী সাজেদা বেগম (৫০) ও তার শিশুকন্যা আছিয়া আক্তার (৫)।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রোকিবুজ্জামান বলেন, বুধবার সন্ধ্যার পর মা ও মেয়ে ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ থেকে নিজ বাড়ি কুঠিবাড়ি চরকান্দায় ফিরছিলেন। পথে চারা বটতলা এলাকায় পৌঁছালে ভাঙ্গাগামী একটি মোটরসাইকেল মা ও মেয়েকে ধাক্কা দিলে তারা ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে সাজেদা বেগম মারা যান এবং মেয়েকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আছিয়া আক্তার মারা যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Link copied!