• ঢাকা
  • সোমবার, ০৮ জুলাই, ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ১ মুহররম ১৪৪৫

ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৪, ২০২৪, ০৬:৩০ পিএম
ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু

নাটোরের লালপুরে মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহত শিশুর বাবা।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার লালপুর-বাঘা আঞ্চলিক মহাসড়কের জামতলা তিনখুটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার উধনপাড়া গ্রামের মাহাবুব আলমের স্ত্রী রুবিনা খাতুন ও তাদের ৩ বছর বয়সী কন্যা রোকেয়া সুলতানা।

স্থানীয়দের বরাত দিয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, ডাক্তার দেখাতে আজ সকালে মাহাবুব আলম তার স্ত্রী ও মেয়েকে নিয়ে রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখান থেকে একটি অটোরিকশায় চড়ে দুপুরে লালপুরে ফিরছিলেন তারা। পথে একটি মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশা থেকে তিনজনই ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়। আহত হন মাহাবুব আলম।

ওসি নাসিম আহমেদ আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করে এবং মাইক্রোবাসটি জব্দ করে। তবে মাইক্রোবাসের চালক পালিয়ে যান।

Link copied!