• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ ১৪৩০, ১৫ রজব ১৪৪৬

রোহিঙ্গা ক্যাম্পের টয়লেটে পড়ে ছিল মা-মেয়ের মরদেহ


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৫, ০৪:২৮ পিএম
রোহিঙ্গা ক্যাম্পের টয়লেটে পড়ে ছিল মা-মেয়ের মরদেহ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে টয়লেটের ভেতর থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে রোহিঙ্গা ক্যাম্প-৩ এর এফ/৭৫ ব্লকের একটি টয়লেটের ভেতরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ক্যাম্প-৩ ব্লকের এফ/৭৫ রশিদ আহমেদের স্ত্রীর মমতাজ বেগম (৫৫) ও তার মেয়ে সুবাইদা বিবি (১৮)।

ওসি আরিফ হাসান বলেন, এখন সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। তাই আত্মহত্যা নাকি হত্যা তা নিয়ে ধারনা করা যাচ্ছে না আপাতত।

ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন- এপিবিএন ১৪ এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন জানান, এখনো তদন্ত চলমান রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর কাজ চলছে।

Link copied!