• ঢাকা
  • শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২, ২৭ শাওয়াল ১৪৪৬

রান্নার কাজে ব্যস্ত মা, পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৫, ০৮:২১ পিএম
রান্নার কাজে ব্যস্ত মা, পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরক্লার্ক গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার দক্ষিণ চরক্লার্ক গ্রামের মনু মিয়ার মেয়ে আলিশা খাতুন (৭) ও একই গ্রামের সাইফুর রহমান মাসুদের মেয়ে পাখি আক্তার (৭)। তারা স্থানীয় ফকির মার্কেট নূরানী মাদ্রাসার নূরানী বিভাগের ছাত্রী ছিল।  

স্থানীয়রা জানান, দুপুরে রান্নার কাজ করছিলেন ওই দুই শিশুর মা। এসময় মায়েদের অগোচরে আলিশা ও পাখি পুকুরের দিকে চলে যায়। ওই সময় তারা পুকুরের পানিতে ডুবে যায়। পরে তাদের না দেখতে পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। একপর্যায়ের পুকুরে এক শিশুর মরদেহ ভাসতে দেখেন। পরে ডুবন্ত অবস্থায় পুকুর থেকে আরেক শিশুরও মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিক স্থানীয়রা তাদের পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে দুজনকে মৃত ঘোষণা করেন।  

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Link copied!