• ঢাকা
  • শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা ও ছেলে দগ্ধ


নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৪, ০৭:০৯ এএম
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা ও ছেলে দগ্ধ

নরসিংদীর পলাশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে মা ও ছেলে গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের সান্তানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন সাস্তানপাড়া গ্রামের দিপালী রানী ধর (৬০) ও তার ছেলে উত্তম কুমার ধর (৩৮।

পলাশ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে ডাঙ্গার সান্তানপাড়া গ্রামের উত্তম ধরের বাড়ির ভেতরে রান্না ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে দগ্ধ হয় উত্তম ধর ও তার মা দিলাপী রানী ধর।

খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই স্বজন ও স্থানীয়রা রাত সাড়ে ৮টায় সিলিন্ডারের আগুন নিভিয়ে ফেলেন।

এদিকে আগুনে দগ্ধ মা ও ছেলেকে উদ্ধার করে স্বজনরা প্রথমে ঘোড়াশালের ছলিম উল্লাহ জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের ডা. মানজুরুল ইসলাম জানান, দগ্ধ মা ও ছেলেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সাদিকুল বারী জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় আগুনে দগ্ধ হয়ে আহত হয় মা ও ছেলে। ঘরের ভেতরে রান্না করার কক্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনে পুড়ে তারা আহত হয়।

Link copied!