• ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০, ১ শাওয়াল ১৪৪৬

মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার


দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৪, ০৮:৩২ এএম
মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জেলার মানচিত্র

দিনাজপুরের খানসামায় মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ ডিসেম্বর) রাতে উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের আরাজী যুগিরঘোপা গ্রামের বেনুপাড়া থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন সুজাতা রানী রায় (২৪) তার মেয়ে নীলাদ্রি রানী রায় (৬)। সুজাতা রানী ওই গ্রামের ভক্ত রায়ের স্ত্রী। ভক্ত রায় পেশায় একজন দর্জি।

পারিবারিক সূত্রে জানা যায়, সুজাতা প্রতিদিন সন্ধ্যায় বাতি জ্বালান। কিন্তু বুধবার সন্ধ্যায় বাতি না দেওয়ায় তার জা চন্দনা তাকে শয়ন কক্ষে ডাকতে যান। ডাকতে গিয়ে দরজা বন্ধ পান। এরপর দরজায় সজোরে ধাক্কা দিলে ঘরটি অন্ধকার দেখতে পান। আলো জ্বালিয়ে দেখা যায়, মা ও মেয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন। এরপর চিৎকার করলে পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা এগিয়ে আসেন।

সুজাতার পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা অভিযোগ করেছেন, হত্যার পর নাটক সাজানো হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক জানান, মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘরটিতে একটি সুইসাইড নোট পাওয়া গেছে, যেখানে মৃত্যুর জন্য কাউকে দায়ী করা হয়নি। তবে সুইসাইড নোটের লেখা ভিকটিমের কি না, তা পরীক্ষা-নিরীক্ষা সাপেক্ষে জানা যাবে। লাশ দুটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের জন্য পরীক্ষা-নিরীক্ষা চলছে।

Link copied!