• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

২০ কেজি গাঁজাসহ মা-মেয়ে গ্রেপ্তার


নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৪, ০৯:০৬ পিএম
২০ কেজি গাঁজাসহ মা-মেয়ে গ্রেপ্তার

নরসিংদীর রায়পুরায় ২০ কেজি গাঁজাসহ মা ও মেয়েকে গ্রেপ্তার করেছে রায়পুরা থানা পুলিশ। রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এব তথ্য জানিয়েছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বার।

গ্রেপ্তাররা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার দেবগ্রাম উত্তরপাড়া গ্রামের দুলাল মিয়ার স্ত্রী রিনা আক্তার (৪৫) ও তার মেয়ে আসমা আক্তার (২৩)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে রায়পুরা প্রাইমারী টিচার ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) রোড এবং পান্থশালা ফেরীঘাটে অভিযান পরিচালনা করা হয়। বিকেল সাড়ে ৪টার দিকে রায়পুরা প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) রোডের সামনে থেকে দুই নারীকে সন্দেহ হয়। পরে তাদের ডেকে প্রাথমিকভাবে জিজ্ঞেসাবাদ ও পরে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।

ওসি আব্দুল জব্বার বলেন, তারা এলাকায় পেশাদার মাদকব্যবসায়ী হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে রায়পুরা থানায় মাদকদ্রব্য আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোপূর্বেও তাদের নামে মাদক মামলা রয়েছে।

Link copied!