• ঢাকা
  • শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ২ কার্তিক ১৪৩১, ১৫ রবিউস সানি ১৪৪৬

মসজিদের দানের ছাগল নিয়ে সংঘর্ষে মুসল্লি নিহত


খুলনা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৪, ০৯:৩৩ পিএম
মসজিদের দানের ছাগল নিয়ে সংঘর্ষে মুসল্লি নিহত
জেলার মানচিত্র

খুলনার পাইকগাছায় মসজিদের দানের ছাগল ডাকে বিক্রি করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর পশ্চিম পাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।

নিহতের ফজর আলী গাজী (৫৫)। শ্যামনগরের মৃত মোসলেম গাজীর ছেলে। পুলিশ এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে।

জানা গেছে, শুক্রবার জুমার নামাজের আগে উপজেলার কপিলমুনি ইউনিয়নের শ্যামনগরের পূর্বপাড়া জামে মসজিদে দান করা ছাগল বেচা-কেনা নিয়ে দুই পক্ষের বাগবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ হয়। এতে ফজর আলী গুরুতর আহত হলে তাকে গ্রামবাসী দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু পথে তিনি মারা যান।

পাইকগাছা থানার ওসি (তদন্ত) তুষার কান্তি দাস জানান, নিহত ব্যক্তির সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

Link copied!