• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

খাবারে চেতনানাশক মিশিয়ে টাকা-স্বর্ণালংকার লুট


খুলনা প্রতিনিধি
প্রকাশিত: মে ২৫, ২০২৪, ০৩:১১ পিএম
খাবারে চেতনানাশক মিশিয়ে টাকা-স্বর্ণালংকার লুট

খুলনার পাইকগাছায় খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে এক পরিবারের চার সদস্যকে অচেতন করে ৭ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা। 

শুক্রবার (২৪ মে) রাতে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের স্কুলশিক্ষক কাজল কুমার রায়ের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

বিষয়টি নিশ্চিত করে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। পরিবারের সদস্যরা সুস্থ হলে অভিযোগ দিতে বলেছি। চক্রটি খুব শিগগিরই গ্রেপ্তার হবে বলে আশা করছি।”

কাজল কুমার রায় তাঁতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি বলেন, “শুক্রবার রাত ১১টার দিকে খাওয়া-দাওয়া শেষে বাড়ির সবাই ঘুমিয়ে পড়ি। আজ শনিবার সকালে আমার মেয়ের প্রাইভেট শিক্ষক ডাকাডাকি করলে আমি কিছুটা বুঝতে পারি। এ সময় ওই শিক্ষক এলাকাবাসীকে ডেকে আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। বাড়ি থেকে ১০ ভরি সোনা ও ৭ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।”

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাকিলা জামান জানান, খাবারের সঙ্গে চেতনানাশক খাওয়ার কারণে একটি পরিবারের চার সদস্য অচেতন হয়ে পড়েছে। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।

Link copied!