শুধু ঘর বা আসবাবপত্র নয় নতুন ঘর তোলার জন্য আলমারিতে রাখা নগদ আট লাখ টাকাও পুড়েছে সর্বনাশা আগুনে। আগুনে পোড়া টাকার বাকি অংশগুলো একটি গামলায় রেখে বসে বসে দেখছেন শ্যামল ও তার পরিবার।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে বরগুনা সদর উপজেলার কর্মকার পাড়ায় আগুনে পুড়েছে পরপর পাঁচটি ঘর।
এলাকাবাসী জানায়, বাসার বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের উৎপত্তি। এ সময় ঘরের লোকজন পাশের বাসায় গিয়েছিলেন। আগুন দেখতে পেয়ে ছুটে আসলেও ওইসময় ঘরের কোনোকিছুই আগুনের হাত থেকে বাঁচাতে পারেননি। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। কিন্ত এর মধেই পাঁচটি ঘর পুড়ে ছাই হয়েছে।
জেলার ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মো. জাহাঙ্গীর আলম সংবাদ প্রকাশকে বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে চেষ্টা করেছি। কিন্ত দূর্গম এলাকা ও রাস্তা খারাপ থাকায় একটু লেট হয়েছে। তবে আমরা গিয়ে আগুন নিয়ন্ত্রনে এনেছি। প্রাথমিকভাবে আমাদের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের উৎপত্তি।”
এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যজিষ্ট্রেট শুভ্রা দাস সংবাদ প্রকাশকে বলেন, “জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা ও ক্ষয়-ক্ষতির পরিমান বিবেচনায় আমরা বিধিমোতাবেক সহায়তা করব।”