সুবাকে নওগাঁ নেওয়ার পর কী ঘটেছিল, জানালেন মমিনের বাবা


নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৫, ০৫:২১ পিএম
সুবাকে নওগাঁ নেওয়ার পর কী ঘটেছিল, জানালেন মমিনের বাবা

রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবাকে নওগাঁর মমিন নামের এক টিকটকার বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সুবাকে উদ্ধার করা হয়। বর্তমানে সুবা পরিবারের কাছে আছে।

সুবা সাংবাদিকদের জানিয়েছে, টিকটকের মাধ্যমে নওগাঁর মমিনের সঙ্গে পরিচয় হয় তার। পরে ঢাকা তারা দেখা করেন এবং মমিনের সঙ্গে তার গ্রামের বাড়ি চলে আসেন।

এর আগে এক ভিডিও বার্তায় সুবা জানায়, সে সুস্থ আছে। বলেন, “আমি ভালো আছি। আমি বাবার কাছে ফিরে যাব।”

এ বিষয়ে অভিযুক্ত টিকটকার মমিনকে না পাওয়া গেলেও কথা হয় তার বাবা মোস্তফার সঙ্গে। সাংবাদিকদের তিনি বলেন, “রাতে মমিন ও সুবা বাসে করে তার বাড়িতে আসেন। এসময় প্রতিবেশিরা বাড়িতে ভিড় করেন। বিষয়টি জানতে পেরে থানা থেকে বাড়িতে পুলিশ আসে। এসময় তারা অন্য জায়গায় পালিয়ে যায়।”  

মোহাম্মদপুর থানার এডিসি জুয়েল রানা বলেন, “সুবার বাবা ইমরান রাজীব জিডি করার পরই শুরু হয় সিসিটিভি বিশ্লেষণ। সেখানে এক ছেলের সঙ্গে কথা বলতে দেখা যায় সুবাকে। সেই ছেলের বাড়ি নওগাঁয় চলে যায় সে। পরে তথ্য প্রযুক্তির সাহায্যে আমরা তাকে উদ্ধার করতে সক্ষম হই।”

এর আগে মায়ের ফুসফুস ক্যানসারের চিকিৎসা করাতে ঢাকায় এসে রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকা থেকে ১১ বছর বয়সি সুবা নিখোঁজ হয়। এ ঘটনায় পরদিন (সোমবার) আদাবর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা ইমরান রাজীব।

Link copied!