• ঢাকা
  • শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩০, ২৯ শা'বান ১৪৪৬

ওরসে মেলা দেখতে গিয়ে লাশ হলেন মমিন


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ০৩:৪২ পিএম
ওরসে মেলা দেখতে গিয়ে লাশ হলেন মমিন
ঘটনাস্থল। ছবি : প্রতিনিধি

নানার সঙ্গে ওরস শরিফে মেলা দেখতে গিয়ে মমিনুল ইসলাম মমিন (১৮) নামের কিশোরের রহস্যজনক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার ডোয়াইল ইউনিয়নের পরমানন্দপুর এলাকার একটি ধানক্ষেত থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মমিন পার্শ্ববর্তী টাঙ্গাইল ধনবাড়ী উপজেলার মোসুদ্দি ইউনিয়নের বড় ঝোপনা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। তিনি শারীরিকভাবে বুদ্ধিপ্রতিবন্ধী ছিলেন। বিকেলে নিহত মমিন ও তার ছোট বোন ডোয়াইল ইউনিয়নে নানার বাড়িতে বেড়াতে আসেন। সন্ধ্যার পর রাতের খাবার খেয়ে নানার সঙ্গে মোসুদ্দি মাজারে ওরস শরীফে বেড়াতে যান। ওরস শরীফে বেড়ানোর সময় মুমিনকে হারিয়ে ফেলে নানা। পরে অনেক খোঁজাখুঁজি করার পর না পেয়ে বাড়ি চলে আসে নানা। পরে সকালে ডোয়াইল ইউনিয়নের ঝিনাই নদীর পাশে ধানক্ষেতে মমিনের মরদেহ পান স্থানীয়রা। পরে সংবাদ পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নানা মোহাম্মদ আলী বলেন, “রাতে মাঝারে গিয়ে হঠাৎ পাশ থেকে মমিন হারিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে আমি বাড়ি চলে আসি। পরে সকালে জানতে পারি ঝিনাই নদীর পাড়ে ধানক্ষেতে একটি মরদেহ পড়ে আছে। এই শুনে এসে দেখি মুমিনের মরদেহ।”

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁদ মিয়া বলেন, “সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।”

Link copied!