নোয়াখালীর কোম্পানীগঞ্জে মসজিদ থেকে আব্দুর রহিম বিপ্লব (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কোমর উদ্দিন বেপারি বাড়ি জামে মসজিদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুর রহিম বিপ্লব ওই এলাকার নজির আহমদ বেপারি বাড়ির ফজলুল হক চৌধুরীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে বাড়ি থেকে বের হন রহিম। আসরের আজান দিতে মোয়াজ্জিন মসজিদে ঢুকে দেখেন সিলিং ফ্যানের সঙ্গে বিপ্লবের মরদেহ ঝুলছে। পরে স্থানীয়দের ডেকে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোহাম্মদ ফৌজুল আজিম বলেন, নিহত বিপ্লব মানসিক ভারসাম্যহীন ছিলেন। নিজ এলাকার মসজিদে সে গলায় মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসাপাতালে পাঠানো হবে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নেওয়া হয়েছে।