• ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

ডোবায় মিলল নিখোঁজ তরুণীর মরদেহ


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২২, ০১:৪৭ পিএম
ডোবায় মিলল নিখোঁজ তরুণীর মরদেহ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় পলি আক্তার (২৫) নামের নিখোঁজ এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার ( ৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জয়াগ ইউনিয়নের আমকি গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত পলি আক্তার উপজেলার জয়াগ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আমকি গ্রামের সহিদ উল্যার মেয়ে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টার দিকে পলি ঘর থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। এরপর ফিরে না এলে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। রোববার সকাল ৭টার দিকে তার মরদেহ ঘরের পাশের ডোবায় ভাসমান অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।”

Link copied!