রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবাকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে টিকটকার মমিনের বাড়ি নওগাঁ থেকে সুবাকে উদ্ধার করা হয়। বর্তমানে সুবা পরিবারের কাছে আছে।
সুবা সাংবাদিকদের জানিয়েছে, টিকটকের মাধ্যমে নওগাঁর মমিনের সঙ্গে পরিচয় হয় তার। পরে ঢাকায় তারা দেখা করে এবং মমিনের সঙ্গে তার গ্রামের বাড়ি চলে আসে।
এসময় ‘কেন কাউকে না বলে ঢাকা থেকে চলে এসেছেন’ জানতে চাইলে সুবা সাংবাদিকদের জানান, বাড়ি ভালো লাগে না তাই।
এর আগে এক ভিডিও বার্তায় সুবা জানায়, সে সুস্থ আছে। বলে, “আমি ভালো আছি। আমি বাবার কাছে ফিরে যাব।”
পুলিশ জানিয়েছে, পরিবারের লোকজন নওগাঁয় পৌঁছালে তাদের হাতে সুবাকে হস্তান্তর করা হবে।
মঙ্গলবার দুপুরে জানা যায়, নিখোঁজ স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবাকে নওগাঁয় দেখা যায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকেও সটকে পড়ে সে। মোহাম্মদপুর থেকে সংগৃহীত বিভিন্ন সিসি ক্যামেরার ছবিতে দেখা যায়, এক ছেলের হাত ধরে ঘুরছে ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী।
মোহাম্মদপুর থানার এডিসি জুয়েল রানা বলেন, “সুবার বাবা ইমরান রাজীব জিডি করার পরই শুরু হয় সিসিটিভি বিশ্লেষণ। সেখানে এক ছেলের সঙ্গে কথা বলতে দেখা যায় সুবাকে। সেই ছেলের বাড়ি নওগাঁয় চলে যায় সে। পরে তথ্য প্রযুক্তির সাহায্যে আমরা তাকে উদ্ধার করতে সক্ষম হই।”
এর আগে মায়ের ফুসফুস ক্যানসারের চিকিৎসা করাতে ঢাকায় এসে রবিবার সন্ধ্যা ৬টার দিকে মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকা থেকে ১১ বছর বয়সি সুবা নিখোঁজ হয়। এ ঘটনায় পরদিন (সোমবার) আদাবর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা ইমরান রাজীব।