ফেনীর পরশুরামে বন্যায় নিখোঁজ হওয়ার ৭ দিন পর সাহাব উদ্দিন (৭২) নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে ফুলগাজীর পশ্চিম ঘনিয়ামোড়া গ্রামে তার লাশ পানিতে ভাসতে দেখে মাছ ধরতে আসা লোকজন।
জানা গেছে, মঙ্গলবার দুপুর ২টার দিকে ধনীকুন্ডা গ্রামের কিছু লোক ফুলগাজীর পশ্চিম ঘনিয়ামোড়া গ্রামে মাছ ধরতে গেলে সাহাব উদ্দিনের লাশ পানিতে ভাসতে দেখে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায়।
নিহত সাহাব উদ্দিনের ছেলে সরোয়ার হোসেন তৌকির জানান, ২১ আগস্ট ভোরে বন্যার পানি বেড়ে গেলে আমার বাবা ছোট বোনকে উদ্ধারের জন্য পরশুরামের সলিয়া রওয়ানা হন। সলিয়া যাওয়ার পথে দারার ব্রিজ থেকে পানির স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
তিনি জানান, বাবার লাশ পাওয়ার পর ধনীকুন্ডা বদুবাড়ির পারিবারিক কবরস্থানে বিকেল ৪টায় দাফন করা হয়েছে।
নিহত সাহাব উদ্দিন ধনীকুন্ডা বাজারের ব্যবসায়ী ছিলেন। তুহিন বস্ত্র বিতান নামে তার একটি কাপড়ের দোকান ছিল। কয়েক বছর আগে তিনি ব্যবসা ছেড়ে দেন। তার স্ত্রী, ৪ ছেলে ও ৩ মেয়ে রয়েছে।
এদিকে গত ২০ আগস্ট মির্জানগর ইউনিয়নের তুলাতলী থেকে বন্যার পানিতে নিখোঁজ হন মধুগ্রামের দেলোয়ার হোসেন (৪৪)। ২৬ আগস্ট (রোববার) বিকেলে সিলোনিয়া নদীর পাশে দেলোয়ারের মৃতদেহ খুঁজে পান স্বজনরা। পরশুরামে বন্যায় এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।