• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

ভাতিজার হাত ধরে নিরুদ্দেশ প্রবাসীর স্ত্রী


লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৪, ০৯:০৫ পিএম
ভাতিজার হাত ধরে নিরুদ্দেশ প্রবাসীর স্ত্রী

লক্ষ্মীপুরের রায়পুরে স্বর্ণ ও দুই লাখ টাকাসহ প্রবাসীর স্ত্রীকে নিয়ে নিরুদ্দেশ হয়েছেন বিবাহিত ভাতিজা। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কাজিরচর গ্রামের রাড়ি বাড়িতে এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, জীবিকার তাগিদে প্রায় ১০ বছর ধরে স্ত্রী ও দুই সন্তানকে রেখে সৌদি আরব রয়েছেন স্বামী। এ সুযোগে চাচির সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে ওই প্রবাসীর ছোট ভাইয়ের ছেলে এক সন্তানের জনকের সঙ্গে। এ ঘটনা এলাকায় একাধিকবার জানাজানি হয়। এরপরও তারা তাদের সম্পর্ক চালিয়ে যান। অবশেষে চাচি ও ভাতিজা নিজেদের স্বামী ও স্ত্রী-সন্তানদের ফেলে রেখে নিরুদ্দেশ হয়েছেন।

রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান সফিউল আলম চৌধুরী সুমন বলেন, “ঘটনা শুনেছি। খুবই দুঃখজনক।”

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভুঁইয়া বলেন, “কোনো পক্ষ থেকে এখনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!