• ঢাকা
  • শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩০, ৩ রজব ১৪৪৬

প্রতিবেশীর ওয়্যারড্রোবে মিলল নিখোঁজ শিশুর মরদেহ


কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৪, ০৪:০৬ পিএম
প্রতিবেশীর ওয়্যারড্রোবে মিলল নিখোঁজ শিশুর মরদেহ
প্রতিবেশী হাছানকে আটক করা হয়েছে। ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে নিখোঁজের ৮ ঘণ্টা পর প্রতিবেশীর ঘরের ওয়্যারড্রোব থেকে সাহাল নামের তিন বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রতিবেশী হাছানকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (৩০ ডিসেম্বর) উপজেলার পঞ্চবটী এলাকায় রাত দেড়টার দিকে প্রতিবেশী হাছানের ঘরে তল্লাশি চালিয়ে কাপড় রাখার ওয়্যারড্রোবের ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সাহাল ওই এলাকার প্রবাসী বাবুল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, সোমবার বিকেলে শিশু সাহাল নিখোঁজ হওয়ার পর তার মা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে রাত দেড়টার দিকে পুলিশ প্রতিবেশী হাছানের ঘরে তল্লাশি চালিয়ে কাপড় রাখার ওয়্যারড্রোবের ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। এ সময় মরদেহের গলায় একটি সাদা রশি পেঁচানো ছিল। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তেন জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি মোহাম্মদ শাহীন জানান, শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তা জানতে আটক প্রতিবেশী হাছানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Link copied!