• ঢাকা
  • মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ৭ মাঘ ১৪৩০, ২২ রজব ১৪৪৬

গোপালগঞ্জে প্রতিমা পুড়িয়ে দিল দুর্বৃত্তরা


গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৫, ০৩:০৩ পিএম
গোপালগঞ্জে প্রতিমা পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

গোপালগঞ্জের কাশিয়ানীতে রাতের আধারে দুইটি মন্দিরে আগুন দিয়ে শীতলা দেবীর প্রতিমা পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (২০ জানুয়ারি) রাতের কোনো এক সময় উপজেলার ফুকরা ইউনিয়নের তারাইল উত্তরপাড়া এলাকায় এঘটনা ঘটে।

আগুনে মন্দিরের প্রতিমা ও পূজার সরঞ্জামাদি পুড়ে গেছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছ তা জানা যায়নি। স্থানীয়দের ধারণা প্রতিপক্ষকে ফাঁসাতে কেউ এ ধরণের ঘটনা ঘটাতে পারে।

স্থানীয় বাসিন্দা প্রমথ বিশ্বাস বলেন, “আমি প্রতিদিন সকাল-সন্ধ্যা মন্দিরে পূজা দিই। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে মন্দিরে পূজা দিতে গিয়ে দরজা খোলা দেখতে পাই। দুর্গামন্দিরের ভেতরে প্রবেশ করে দেখি পূজার সরঞ্জাম আগুনে দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। এছাড়া পাশের শীতলা মন্দিরেও শীতলা দেবীর প্রতিমার গায়ে পাটখড়ি দিয়ে আগুন দেওয়া হয়েছে। পরে আমি বিষয়টি সবাইকে জানাই।”

আগুনের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা জান্নাত, অতিরিক্ত পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো. আব্দুল বাছেদ, ওসি মো. শফিউদ্দিন খান, রামদিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইমদাদুল হক, ইউপি চেয়ারম্যান শাহ ইশতিয়াক পটু, ইউনিয়ন ভূমি কর্মকর্তা নাজমুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মন্দির কতৃপক্ষকে আমরা থানায় অভিযোগ দিতে বলেছি। তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।“

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আগুন দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। এবিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Link copied!