শনিবার (৩ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশ। ইতোমধ্যে সমাবেশস্থল নগরীর মাদরাসা ময়দান মাঠে সব প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছে নেতাকর্মী।
এদিকে দলের নেতাকর্মীকে উত্সাহ দিতে এবং সার্বিক পরিস্থিত দেখতে সমাবেশস্থল পরিদর্শন করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি সমাবেশস্থলে ঘুরে যান। এই সময় ঘটনাস্থল পরিদর্শনে আরও ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মির্জা ফখরুল নেতাকর্মীদের ধন্যবাদ দেন। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নেতাকর্মীদের উপস্থিতিকে সাধুবাদ জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে ঢাকা থেকে বিমানযোগে রাজশাহীতে অসেন মির্জা ফখরুল। সেখানে একটি হোটেলে উঠেন তিনি। এরপর রাতে সমাবেশস্থল যান।
জানা যায়, বৃহস্পতিবার (১ ডিসেম্বর) থেকেই খণ্ড খণ্ডভাবে উত্তরের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা মাদ্রাসা মাঠের পাশের রাজশাহীর কেন্দ্রীয় শাহমখদু ঈদগাহ মাঠে অবস্থান করছেন।