চলতি বছরের বিশ্ব ইজতেমার শেষ জুমায় অংশ নিতে টঙ্গীর তুরাগ তীরে লাখো মুসল্লির ঢল নেমেছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর থেকেই মুসল্লিরা দলে দলে ইজতেমা ময়দানে আসতে শুরু করে।
মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ জুমার নামাজের ইমামতি করেন।
এর আগে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ ও ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদ ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করতে বিশ্ব ইজতেমা ময়দানে এসে পৌঁছান। তাদের পেয়ে ময়দানের অবস্থানরত মুসল্লিরা আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন।
শুক্রবার ফজরের পর বয়ান করেন ভারতের মাওলানা আব্দুস সাত্তার (নিজামুদ্দিন)।