• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

চট্টগ্রামে মধ্যরাতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৪, ০৮:২৫ এএম
চট্টগ্রামে মধ্যরাতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

চট্টগ্রামের নগরীর উত্তর কাট্টলী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

রোববার (২৯ ডিসেম্বর) রাত ২টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছে স্থানীয়রা।

উত্তত কাট্টলীর সিডিএ আবাসিক এলাকার ১ নম্বর রোডের পদ্ম পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। সেখানে একাধিক ফার্নিচারের দোকান ও গাড়ির গ্যারেজ আছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, একাধিক স্টেশনের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ২টা ১০ মিনিটের সময় আগুন লাগার খবর আসে।

তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। এ ছাড়া, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা-ও এখনও নিশ্চিত হওয়া যায়নি।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!