পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দরের মার্চেন্টপট্টি এলাকার অপহৃত ব্যবসায়ী শিবানন্দ রায় বণিক ওরফে শিবু বণিককে (৭৬) উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কচুয়া এলাকা থেকে থানা–পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে তাঁকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করার পর শিবানন্দ রায় বণিকের স্বাস্থ্য পরীক্ষার জন্য বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে বাউফল থানায় নিয়ে তাঁকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম। তিনি বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ব্যবসায়ী শিবানন্দ রায় বণিককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সাংবাদিকদের বিস্তারিত জানাবে।
গত শুক্রবার রাত সোয়া ১০টার দিকে কালাইয়া বন্দরের মার্চেন্টপট্টি এলাকায় শিবু বণিকের দোকানের দুই কর্মচারীকে বেঁধে পাঁচ লক্ষাধিক টাকা লুট ও এই ব্যবসায়ীকে ট্রলারে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
শিবু বণিক কয়েকটি কোম্পানির পণ্যের পরিবেশক। এ ছাড়া চাল, ডাল, আটাসহ বিভিন্ন পণ্যের পাইকারি বিক্রেতা তিনি।