• ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০, ১ শাওয়াল ১৪৪৬

তেলের দোকানে আগুন দেখে ব্যবসায়ীর মৃত্যু


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৩, ২০২৫, ০৪:৫৯ পিএম
তেলের দোকানে আগুন দেখে ব্যবসায়ীর মৃত্যু

রাজশাহীর বাগমারা উপজেলার মাদারিগঞ্জ বাজারে নিজের তেলের দোকান আগুনে জলতে দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে আব্দুল আওয়াল (৫৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার (৩ মার্চ) উপজেলার মাদারিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আজ সকাল ১০টার দিকে মাদারিগঞ্জ বাজারে আব্দুল আওয়ালের তেলের দোকানে সিগারেট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন দোকান মালিক আউয়াল। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তিনি মারা যান।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে দমকল কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগে দোকান পুড়ে যাওয়া দেখে মালিক হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

দোকানের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি বলে জানান ওসি।

Link copied!