বাবাকে হত্যা করে থানায় হাজির মানসিক ভারসাম্যহীন যুবক


ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৩, ০২:১০ পিএম
বাবাকে হত্যা করে থানায় হাজির মানসিক ভারসাম্যহীন যুবক

ঠাকুরগাঁওয়ে বাবাকে কুপিয়ে হত্যা করে থানা হাজির হয়েছেন গোলাম আজম (৩০) নামের মানসিক ভারসাম্যহীন এক যুবক। নিহতের নাম ফজলে হক। এ ঘটনায় গোলাম আজমকে আটক করেছে পুলিশ।

রোববার (৫ ফেব্রুয়ারি) রাতে জেলা শহরের একুশে মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গোলাম আজম নিজ বাসায় ঘুমাচ্ছিলেন। এ সময় ফজলে হক তার বিছানায় মশারি টাঙ্গাতে যান। হঠাৎ কোনো কিছু বুঝে ওঠার আগেই গোলাম আজম দেশীয় অস্ত্র দিয়ে তার বাবাকে আঘাত করেন। পরে বাবার মৃত্যু নিশ্চিত হলে তিনি সদর থানায় হাজির হয়ে পুলিশ সদস্যদের কাছে খুনের বিষয়টি স্বীকার করেন।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। বাসায় পরিবারের অন্য সদস্যরা থাকলেও কিছুটা দূরত্বে থাকায় খুনের ঘটনায় কেউ জানাতে পারেননি বলে জানান তারা।

এ বিষয়ে পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত চলছে। ছেলেটি মানসিক ভারসাম্যহীন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।        

Link copied!