• ঢাকা
  • বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ২ আশ্বিন ১৪৩১, ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

সমন্বয়করা পৌঁছানোর আগেই ভেঙে ফেলা হলো সভার মঞ্চ


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৪, ০৪:৩৪ পিএম
সমন্বয়করা পৌঁছানোর আগেই ভেঙে ফেলা হলো সভার মঞ্চ

নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ছাত্র-জনতা মৈত্রী সমাবেশের মঞ্চ ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠ তৈরি মঞ্চ ভাঙচুর করা হয়। বিকেল ৩টায় এই মঞ্চে সমাবেশ হওয়ার কথা ছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত (বিকেল সাড়ে ৩টা) কেন্দ্রীয় সমন্বয়করা সমাবেশস্থলে পৌঁছাননি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে অনিমা চৌধুরী অডিটোরিয়ামে নাটোরের ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারীদের মতবিনিময় সভায় ছাত্রদের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। সেই সভা চলা অবস্থায় দুপুর ২টার দিকে দুর্বৃত্তরা এনএস কলেজ মাঠের সমাবেশের মঞ্চ ভাঙচুর করে।

আয়োজকদের দাবি, অনিমা চৌধুরী অডিটোরিয়াম ছাত্রদের যে পক্ষ হট্টগোল বাধায় তারাই সেখান থেকে বের হয়ে এসে সমাবেশের মঞ্চ ভাঙচুর করেন।

নাটোর সদর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছতেই দুর্বৃত্তরা চলে যায়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

Link copied!