• ঢাকা
  • বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ১৭ শাওয়াল ১৪৪৬

‘ড. ইউনূস প্রয়োজনে আরও দুই-তিন বছর ক্ষমতায় থাকুক’


নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৫, ০৩:৪৮ পিএম
‘ড. ইউনূস প্রয়োজনে আরও দুই-তিন বছর ক্ষমতায় থাকুক’

নারায়ণগঞ্জে ‘মার্চ ফর ড. ইউনূস’ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনে বক্তারা প্রয়োজনীয় সংস্কার শেষ করে এরপর নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন। এ জন্য প্রয়োজনে ড. ইউনূসকে আরও দুই-তিন বছর ক্ষমতায় থাকার অনুরোধ জানিয়েছেন।

সোমবার (১৪ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাব চত্বরে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হয়।

এতে রাজধানীর দনিয়া কলেজের সাবেক শিক্ষার্থী আলিফ দেওয়ানের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষার্থী সিয়াম হোসেন, নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থী আল আমিন, সাব্বির ইসলাম ও রাসেল মিয়া প্রমুখ।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস দেশের মানুষের জন্য কাজ করছেন উল্লেখ করে মানববন্ধনে বক্তারা বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের সময় কেউ কথা বলতে পারত না। স্বাধীনভাবে চলতে পারত না। এখন দেশের মানুষ স্বাধীনভাবে চলতে ও কথা বলতে পারছে। আগামী দুই-তিন বছর এই পরিস্থিতি চলমান থাকলে ভালো একটি পরিস্থিতির মধ্যে আমরা দেশে নির্বাচন করতে পারব। একদল চাঁদাবাজি-অপকর্ম করছে আবার তারা নির্বাচন নির্বাচনও করছে।”

সরকারের প্রতি দাবি জানিয়ে বক্তারা বলেন, “গত জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনে দুই হাজারের বেশি মানুষ মারা গেছে এর বিচার আগে হতে হবে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। জুলাই আন্দোলনের আমরা যারা সহযোদ্ধা আছি আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা দলমত নির্বিশেষে চাই, ইউনূস সরকার প্রয়োজনীয় যে বাধ্যতামূলক সংস্কার আছে সেটা করুক। দেশটা সুন্দর মতো গোছানোর পর নির্বাচন হোক। আগামী দুই-তিন বছর প্রয়োজনে ড. ইউনূস ক্ষমতায় থাকুক। সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবে।”

সরকারকে সহযোগিতা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের দেশ থেকে নেওয়ার কিছু নেই। তার বিদেশে লবিং করার ক্ষমতা আছে। ওনার স্বজন হারানোর বেদনা নাই যেটা উনি বিক্রি করে খাবেন। ওনার পরিবারের কোনো ব্যাকগ্রাউন্ড নাই। তিনি নিজের যোগ্যতায় এখানে এসেছেন। ইউনূস সরকার প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করতে পারলে আমরা ভালো একটি বাংলাদেশ গঠন করতে পারব।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!