চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কদমরসুলপুর এলাকায় একটি অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় ৩০ জন দগ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
শনিবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, কুমিরা ও সীতাকুণ্ড স্টেশনের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া উদ্ধার অভিযানে যোগ দিয়েছে সেনাবাহিনী।
স্থানীয়রা জানিয়েছে, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে। এতে আশপাশের এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের সময় প্লান্টের ভেতর লোকজন ছিল। প্রায় এক কিলোমিটার জুড়ে অধিকাংশ কারখানার গ্লাস ভেঙে গেছে।
এদিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান মুনির আহমেদ জানান, বিস্ফোরণের সময় ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে সামছুল আলম নামের এক ব্যক্তির মাথায় লোহাজাতীয় বস্তু উড়ে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ বলেন, “বড় ধরণের বিস্ফোরণ হয়েছে। আমরা ঝুঁকির মধ্যে কাজ করেছি। বিকট শব্দে এ বিস্ফোরণের ঘটনায় আশপাশের এলাকা কেঁপে ওঠে বলে অনেকে জানিয়েছেন।”
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ উদ্ধারকাজে সহযোগিতা করছে।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হোসেন বলেন, “বিকেল সাড়ে ৪টার দিকে সেখানে বিস্ফোরণ ঘটে। এতে অনেকে হতাহত হয়েছেন। সেখানে ফায়ার সার্ভিস, পুলিশ, উপজেলা প্রশাসন উদ্ধার তৎপরতা চালাচ্ছে।”
উদ্ধার কাজে থাকা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম সন্ধ্যায় বলেন, “এ পর্যন্ত পাঁচটি লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।”
এই অক্সিজেন প্ল্যান্ট থেকে পৌনে এক কিলোমিটার দূরে বিএম কন্টেইনার ডিপোতে গত বছরের ৪ জুন রাতে বিস্ফোরণে অন্তত ৫০ জন নিহত ও দুই শতাধিক মানুষ আহত হয়েছিলেন।