• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদাতবার্ষিকী পালিত


বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২২, ০৩:৫৫ পিএম
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদাতবার্ষিকী পালিত

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে যশোরের শার্শা উপজেলার কাশিপুরে অবস্থিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্মৃতিসৌধে সকাল ৮টায় ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের পরিবারের সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল, যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মাসুদ রানা, সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মাদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাছানুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর হোসেন, কাশিপুর কোম্পানি সদর ক্যাম্পের নায়েব সুবেদার গোলাম মওলাসহ আরও অনেকে।

এ ছাড়া পরিবারের সদস্যদের পক্ষে উপস্থিত ছিলেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ছেলে এস এম গোলাম মোস্তফা কামাল, বড় মেয়ে হাসিনা খাতুনসহ আরও অনেকে।

শ্রদ্ধা জ্ঞাপন শেষে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

Link copied!