• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তিলনা ইউপি উপনির্বাচনে চেয়ারম্যান হলেন মান্নান


নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৭, ২০২৩, ০৯:০২ পিএম
তিলনা ইউপি উপনির্বাচনে চেয়ারম্যান হলেন মান্নান

নওগাঁর সাপাহার উপজেলার ৩ নম্বর তিলনা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল মান্নান নৌকা প্রতীকে ৬ হাজার ৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শাহরিয়ার সরদার বিদ্যুত আনারস প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৩১৮ ভোট।

সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

তিলনা ইউনিয়নে মোট ৯টি কেন্দ্রে ৫৯টি বুথে ভোটগ্রহণ করা হয়। এই ইউনিয়নে মোট ভোটার ১৯ হাজার ৩০২জন। এর মধ্যে নারী ভোটার সংখ্যা ৯৭০৮ ও পুরুষ ভোটার সংখ্যা ৯৫৯৪ জন।

উপজেলা নির্বাচন অফিসের দেওয়া তথ্য মতে ইউনিয়নে গড়ে ৬১ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

চলতি বছরের গত ৪ এপ্রিল তিলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেম উদ্দীনের মৃত্যুর পর সরকারি তফসিল অনুযায়ী ১৭ জুলাই ভোটগ্রহণের দিন ঠিক করা হয়।

Link copied!