নরসিংদী কারাগার থেকে পলাতক দণ্ডিত আসামি মানিক মিয়াকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শ্রীনগর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মানিক মিয়া নরসিংদীর রায়পুরা উপজেলার থানাহাটি গ্রামের জহির মিয়ার ছেলে। কোটা আন্দোলন ঘটনায় নরসিংদী কারাগার থেকে তিনি পালিয়ে ভৈরবে শ্বশুরবাড়িতে আশ্রয় নিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কোটা আন্দোলনের সময় নরসিংদী কারাগার ভেঙে ৮২৬ জন আসামি পালিয়ে যান। এদিন পালিয়ে যাওয়া সব আসামির সঙ্গে মানিক মিয়া পালিয়ে ভৈরবের শ্রীনগর গ্রামে শ্বশুরবাড়িতে আশ্রয় নেওয়ার খবর পেয়ে বুধবার রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
একটি মাদক মামলায় ৫ বছরের সাজা হয়েছিল বলে স্বীকার করেন মানিক। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে তাকে নরসিংদীর রায়পুরা থানাপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।