• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী আটক


নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৩, ২০২৩, ০৮:৩৯ পিএম
স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী আটক

নীলফামারীর ডোমার উপজেলায় মেঘনা রানী (৩০) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী নির্মল চন্দ্র রায়কে (৩৫) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ জুন) উপজেলার হরিণচড়া ইউনিয়নের বুড়িরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। নির্মল চন্দ্র রায় আঠিয়াবাড়ি মাস্টারপাড়া এলাকার পুলেন চন্দ্র রায়ের ছেলে।

এই দিন সকাল ৭টার দিকে পারিবারিক কলহে নিজ বাড়িতে স্ত্রী মেঘনা রানীকে শ্বাসরোধ করে হত্যা করে নির্মল। নিহত মেঘনা রানী ডোমার উপজেলার খামার বামুনিয়া এলাকার শচীন চন্দ্র রায়ের মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, তাদের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। মঙ্গলবার সকাল ৭টার দিকে তাদের ঝগড়া লাগলে নির্মল ঘরের মেঝেতে মেঘনার গলা চেপে ধরে। এতে মেঘনার শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়। পরে নির্মল মেঘনার মরদেহ বিছানায় তুলে কম্বল দিয়ে ঢেকে পালিয়ে যান। স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে সঙ্গে সঙ্গে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে হরিণচড়া ইউনিয়নে বুড়িরহাট হতে তাকে আটক
করা হয়।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, মরদেহ উদ্ধার করে জেলা মর্গে পাঠানোর হয়েছে। মামলা করে আসামিকে আদালতে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন।

Link copied!