জয়পুরহাটের কালাই উপজেলায় আম চুরি ঠেকাতে বৈদ্যুতিক তারের ফাঁদ তৈরি করেন কিনামউদ্দীন। আর সেই ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরিফুল ইসলাম (৪৭) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (১০ জুন) সকালে উপজেলার আকন্দ পাড়ায় এ ঘটনা ঘটে।
শরিফুল ইসলাম একই উপজেলার আকন্দ পাড়া গ্রামের মৃত ফজলে আকন্দের ছেলে।
এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) এস এম মঈনউদ্দীন বলেন, “শরিফুল ইসলামের প্রতিবেশী কিনামউদ্দীন আম চুরি ঠেকাতে ও বাড়তি নিরাপত্তার জন্য প্রতিদিনের মতো শুক্রবার রাতেও বাড়ির চারপাশে খোলা বৈদ্যুতিক তার (জিআই তার) পেঁচিয়ে রাখেন। শনিবার সকালে শরিফুল ইসলাম মজুরির টাকার জন্য কিনামউদ্দীনের বাড়িতে যান। এ সময় তিনি কিনামদ্দীনকে ডাকাডাকির একপর্যায়ে ওই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় কিনামউদ্দীন পলাতক থাকলেও তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে, পাশপাশি তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।