• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই, গ্রেপ্তার ২


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৩, ০৬:৫৬ পিএম
চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই, গ্রেপ্তার ২

নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল চালক মো. করিম (২৫) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

এর আগে, বুধবার (১২ জুলাই) রাতে হাতিয়ার হরণী ও চানন্দী ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন বয়ারচর গ্রামের আবদুর রহমানের ছেলে জসিম উদ্দিন পারভেজ (২৮) ও নবীপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে আক্তার হোসেন (৩৫)।

পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ১২টার দিকে চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার থেকে চেয়ারম্যান ঘাট যাওয়ার জন্য অজ্ঞাত দুই ব্যক্তি করিমের মোটরসাইকেল ভাড়া করেন। পরদিন সোমবার সকালে স্থানীয় লোকজন উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের বাঁশখালি স্লুইজ গেইট সংলগ্ন খালে গলায় গামছা পেঁচানো অবস্থায় করিমের মৃতদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করলেও ঘটনাস্থলে বা আশপাশে তার মোটরসাইকেলটি পাওয়া যায়নি।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বলেন, “মোটরসাইকেল চালক করিম হত্যার ঘটনায় তার ভাই সাখওয়াত হোসেন অজ্ঞাত একাধিক আসামির বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছিলেন। পারভেজ ও আক্তারকে এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত বলে জানিয়েছেন।”  

Link copied!