• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

মাদক ব্যবসার টাকা নিয়ে দ্বন্দ্বে বন্ধুর হাতে বন্ধু খুন


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৩, ০৮:৫৪ এএম
মাদক ব্যবসার টাকা নিয়ে দ্বন্দ্বে বন্ধুর হাতে বন্ধু খুন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মাদক ব্যবসার টাকা নিয়ে দ্বন্দ্বে বন্ধুর ছুরিকাঘাতে তাজুদ আলী (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত সোহেল মিয়াকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সুরমা ইউনিয়নের কাটাখালী বাজারে এ ঘটনা ঘটে।

নিহত তাজুদ দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের আহমদনগর কাটাখালী গ্রামের মৃত আগন আলীর ছেলে।

অভিযুক্ত সোহেল মিয়া একই উপজেলার মান্নারগাও ইউনিয়নের কদমতলী গ্রামের রিফাত আলীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দুই বন্ধু সোহেল মিয়া ও তাজুদ আলী দীর্ঘদিন ধরে ভারত থেকে মদ ও গাজা এনে ব্যবসা করতেন। সম্প্রতি তাদের মধ্যে মাদক ব্যবসার টাকা নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়। এরই জেরে সোমবার রাতে তাজুদকে ছুরিকাঘাত করেন সোহেল। পরে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!