উত্তরের জেলাগুলোতে বইছে হাড় কাঁপানো কনকনে শীত। বাতাসে কাবু হয়ে পড়েছে পঞ্চগড়ের মানুষ। শনিবার (১২ জানুয়ারি) সকাল ৯ টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ এ তথ্য জানিয়েছেন।
গত কয়েকদিন ধরে ঘন কুয়াশা ও মেঘের কারণে সূর্যের দেখা মেলেনি। শীতের তীব্রতার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন ছিন্নমূল ও খেটেখাওয়া মানুষ। জীবিকার তাগিদে কনকনে শীত আর ঘন কুয়াশা উপেক্ষা করে তাদের কাজে বের হতে হয়েছে।
সকালে দেখা যায়, জেলা শহরের করতোয়া নদীতে হিমশীতল পানিতে নেমে পাথর উত্তোলনের কাজ করছেন শ্রমিকরা। শীতবস্ত্রের অভাবে গ্রামাঞ্চলে দিন-রাত খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক মো. রোকনুজ্জামান বলেন, উত্তর দিক থেকে শীতল বাতাস প্রবাহিত হওয়ায় গত কয়েক দিন ধরে পঞ্চগড়ে তীব্র শীত অনুভূত হচ্ছে। হিমালয়ের খুব কাছে অবস্থান হওয়ায় এখানে শীতের তীব্রতা একটু বেশি।