• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

৪৭০টি নকল ড্রাইভিং লাইসেন্সসহ যুবক আটক


বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: মে ১৭, ২০২৩, ০৩:৪৬ পিএম
৪৭০টি নকল ড্রাইভিং লাইসেন্সসহ যুবক আটক

বেনাপোল চেকপোস্টে ৪৭০টি নকল ড্রাইভিং লাইসেন্সসহ আব্দুস সবুর (৪৫) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার (১৭ মে) সকালে বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে তাকে আটক করা হয়।

আব্দুস সবুর সাতক্ষীরা চিংড়াখালি গ্রামের মীর নূর ইসলামের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের সামনে নজরদারির বাড়ানো হয়। পরে সন্দেহভাজন হিসেবে আব্দুস সবুরের ব্যাগ চেক করলে ৪৭০টি নকল ড্রাইভিং লাইসেন্স পাওয়ায়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার দেলোয়ার হোসেন জানান, নকল ড্রাইভিং লাইসেন্সগুলো কালোবাজারে প্রায় ৩৮ লাখ টাকায় বিক্রি হতো। এ ঘটনায় মামলার পর তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Link copied!