• ঢাকা
  • শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২, ২৭ শাওয়াল ১৪৪৬

প্রধান উপদেষ্টাকে যে হুঁশিয়ারি দিলেন মামুনুল হক


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৫, ০৩:৩১ পিএম
প্রধান উপদেষ্টাকে যে হুঁশিয়ারি দিলেন মামুনুল হক

ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় দলের এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শাপলা চত্বরে গণহত্যার বিচারের দাবিতে এই সভার আয়োজন করা হয়।

সমাবেশে মামুনুল হক বলেন, “জুলাই-আগস্ট বিপ্লবে শেখ হাসিনা ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের গণহত্যার বিচার না করলে এই ইন্টেরিম সরকারকে ইতিহাস ক্ষমা করবে না।”

তিনি আরও বলেন, “সংবিধান সংস্কার নামে বহুত্ববাদ এ দেশের মানুষ আবারও রক্ত দিয়ে রুখে দেবে। সংবিধানে আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করতে হবে। নারীবিষয়ক সংস্কার কমিশনে ইসলামবিরোধী সংস্কার প্রস্তাব প্রত্যাখ্যান করতে হবে। এ কমিশনের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।’

প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন, “ইসলামের বিরুদ্ধে আপনার অবস্থান হলে আপনাকে ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না।”

দলের ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় বিএনপি, জামায়াত, এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

Link copied!