• ঢাকা
  • মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২, ১ জ্বিলকদ ১৪৪৬

মাগুরার সেই শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা, সব আসামি গ্রেপ্তার


মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ০৮:০১ পিএম
মাগুরার সেই শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা, সব আসামি গ্রেপ্তার
মাগুরা থানা। ছবি : সংগৃহীত

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে ৮ বছরের এক শিশু। এ ঘটনায় করা মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৮ মার্চ) এ তথ্য জানিয়েছেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম।

মিরাজুল ইসলাম বলেন, “এ ঘটনায় শনিবার ওই শিশুর মা বাদী হয়ে সদর থানায় চারজনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলা করেছেন। এ মামলার শিশুটির ভগ্নিপতি সজিব হোসেন (১৮) ও বোনের শ্বশুর হিটু মিয়া (৪২), সজিব শেখের ভাই রাতুল শেখ (১৭) এবং তাদের মা জাবেদা বেগমকে (৪০) আসামি করা হয়েছে। তাদের চারজনকেই গ্রেপ্তার করা হয়েছে।”

জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, “এরই মধ্যে মামলার তদন্ত শুরু হয়েছে।”

এর আগে বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়ি বেড়াতে গিয়ে ৮ বছরের শিশুটি ধর্ষণের শিকার হয়।

শিশুটির পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরপর সেখান থেকে তাকে সিএমএইচে নেওয়া হয়।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!