মাদারীপুরের ডাসার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ধজী মোহাম্মাদীয়া হাফেজিয়া মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে ১৮০জন শিক্ষর্থী ও অসহায় মানুষকে শীতবস্ত্র প্রদান করেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজা মো. গোলাম মাসুম প্রধান।
এর আগে তিনি কাজীবাকাই গুচ্ছ গ্রামে ও কমলাপুর মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ও রাস্তার পাশে থাকা ফুটপাথের অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হাফিজুর রহমান, গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন মাতুব্বর, ইউনিয়ন সচিব মো. লিটন হোসেন, ধজী হামিদিয়া ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মো. আমিনুল ইসলাম, ধজী মোহাম্মাদীয়া হাফেজিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা মো. জামাল উদ্দিন, ডাসার উপজেলা জামায়াত ইসলামের যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা মো. জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।