নোয়াখালীর হাতিয়াতে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে এক মাদ্রাসাছাত্রী তুলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ বিষয়ে থানায় মামলাও হয়েছে। পরে পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ভিকটিমকে উদ্ধার করে। ওই সময় এক নারীকে আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেন।
বুধবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের বড়দেইল গ্রামে এই ঘটনা ঘটে।
গ্রেপ্তার বিউটি (৪৮) উপজেলার বুড়িরচর ইউনিয়নের রহমত উল্যার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিম (১৬) উপজেলার বুড়িরচর আহমদিয়া আলিম মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী। বুধবার দশম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষা চলছিল। বিকেল সাড়ে ৫টার দিকে পরীক্ষা শেষে রিকশা করে বাড়ি ফেরার পথে বখাটে সোহেলসহ কয়েকজন ওই ছাত্রীকে জোর করে তুলে নিয়ে যায়। পরে খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান ও পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
বৃহস্পতিবার (৪ জুলাই) হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন বলেন, “এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে অপহরণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগে তিনজনকে আসামি করে মামলা করেন। স্থানীয়রা তাৎক্ষণিক এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করে। শুক্রবার (৫ জুলাই) সকালে গ্রেপ্তার করা আসামিকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে সোপর্দ করা হবে।”